নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর CH4  

গ্রিন হাউস গ্যাস : যেসব গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত IR রশ্মিকে শোষণ করে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে । কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় । এছাড়া জলীয়বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন ও ওজোন গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে থাকে । শেষের চারটি গ্যাসের ঘনত্ব বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক কম হলেও এদের IR রশ্মি শোষণ ও বিকিরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক বেশি । তাই গ্লোবাল ওয়ার্মিং-এ এদের ভূমিকা উল্লেখযোগ্য ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?

কোনটি 'গ্রিন হাউস' গ্যাস নয়?

কোনটি গ্রিন হাউস গ্যাস?

গ্রিন হাউস গ্যাস নির্গমণকারী শীর্ষস্থানীয় দেশ দুটি হচ্ছে-

গ্রিন হাউস গ্যাস নয়-