”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক কে?

”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক কে? সঠিক উত্তর মাওলানা আবুল কালাম আজাদ

”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক মাওলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। “ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটি মৌলানা আবুল কালাম আজাদের আত্নজীবনীমূলক রচনা হলেও, ভারতীয় ইতিহাসের পাতায় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মৌলানা আজাদের অন্যতম প্রধাণ ভূমিকা ছিল। এই গ্রন্থে তিনি ভারত - ভাগের পটভূমিসহ ১৯৩৫ - ৪৮ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর অত্যন্ত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বর্ণনা দিয়েছেন। অনেক ইতিহাসবিদের কাছেই বইটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি নির্ভরযোগ্য দলিল হিসেবে অনন্য স্থান করে নিয়েছে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ কোন রাজনৈতিক ব্যক্তির আন্মজীবনী?

জিন্নাহ, ইন্ডিয়া, পার্টিশন , ইন্ডিপেডেন্স বইটির লেখক?