উদ্যোগের ক্ষেত্রগুলোকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?

উদ্যোগের ক্ষেত্রগুলোকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর তিন ভাগে

উদ্যোগের ক্ষেত্রগুলোকে মূলত ৩ ভাগে ভাগ করতে পারি। ১. ক্রয় - বিক্রয়: এ ধরণের উদ্যোক্তা উৎপাদিত পণ্য কিনে এনে ক্রেতার কাছে বিক্রি করে। এক্ষেত্রে পণ্যের গুণ বা রুপ পরিবর্তন করা হয় না। স্টেশনারী শপ,বিভিন্ন কম্পানীর ডিলার এ ধরণের উদ্যোক্তা। ২. সেবামূলক: যে উদ্যোগে পণ্য বা সেবার গুণ পরিবর্তন করে বা সেবা প্রদানের মাধ্যমে উপার্জন করে সেটা হল সেবামূলক উদ্যোগ। হোটেল , রেস্টুরেন্ট, পরিবহন ,ট্রাভেল এজেন্সি,প্রাইভেট মেডিকেল বা ক্লিনিক এ ধরণের উদ্যোগ। ৩. উৎপাদনমূলক:এ ধরণের উদ্যোগে কাঁচামালকে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে রূপ পরিবর্তন করে উৎপাদিত পণ্য হিসাবে বিক্রি করা হয়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্টানের আকার ছোট মাঝারি ও বৃহদাকার হতে পারে। আকার ও প্রকৃতি ভেদে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীর বিসতিৃতি ও প্রকৃতি বিভিন্ন হতে পারে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়?

অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়?