একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি β কণা γ রশ্মি নির্গত হলে একটি নতুন মৌল উৎপন্ন হয় যার-

একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি β কণা γ রশ্মি নির্গত হলে একটি নতুন মৌল উৎপন্ন হয় যার- সঠিক উত্তর পারমাণবিক সংখ্যা (পাঃসঃ) এক একক বেশি

পরমাণু থেকে আলফা কণা নির্গত হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা 4 একক ও পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়। বিটা কণা নির্গত হলে সৃষ্ট পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। কোনো পরমাণু থেকে গামা রশ্মি নির্গত হলে সৃষ্ট পরমাণুর কোনো পরিবর্তন হয় না। 
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা কনা নির্গত হলে একটি নতুন মৌল সৃষ্টি হয়। প্রথম মৌলের তুলনায় নতুন মৌলের-

কোন তেজস্ক্রিয় মৌল থেকে α -কণা নির্গত হলে, নিচের কোন উক্তিটি সত্য?

একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুণী রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয়?