বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?

বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? সঠিক উত্তর সাধু রীতি

বাংলা ভাষার সাধুরীতি কিছু বৈশিষ্ট্য হলো - ক. বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়মন অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।খ. সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য।গ. সাধুরীতির গদ্য এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্যের অধিকারী।ঘ. এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।ঙ. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। 
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?

বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুযায়ী –

চলতি রীতি প্রবর্তিত হয়েছে বাংলা ভাষার কোন পত্রিকার মাধ্যমে?

বড়দের সালাম দেওয়া আমাদের সমাজের একটি রীতি। এ রীতি আয়ত্ব করার প্রক্রিয়াকে কী বলা হয়?

বড়দের সালাম দেওয়া বাংলাদেশের সমাজের একটি রীতি। এ রীতি আয়ত্ত করার প্রক্রিয়াকে কী বলা হয়?

সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কোন রীতি?

সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান ?

বাংলা ভাষার রীতি কয়টি?

বাংলা ভাষার প্রধান রীতি কয়টি?