নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ নয় ? সঠিক উত্তর ক

পরাশ্রয়ী বর্ণ তিনটি হলো: ং, ঃ, ঁ। পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দের উদাহরণ হলো: রং, চাঁদ, দুঃখ। যে বর্ণ কখনো স্বাধীন বা স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এই ধ্বনিগুলো অন্য ধ্বনি উচ্চারণের সময় সেই ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় বলে তাদেরকে পরাশ্রয়ী বর্ণ বলে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

পরাশ্রয়ী বর্ণ কোনটি?

বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও : চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয় ।উদ্দীপকের মূলভাব নিচের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? -