'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন ?

'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন ? সঠিক উত্তর রুপকথা

ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'ভট্টাচার্য এন্ড সন্স' প্রকাশনা সংস্থা হতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখেছিলেন। এরপর থেকে এর শত শত সংস্করণ প্রকাশিত হয়েছে। রিনা প্রীতিশ নন্দী কর্তৃক অনূদিত এর একটি ইংরেজি সংস্করণও বের হয়েছে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?

’ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?

"ঠাকুরমার ঝুলি" কি জাতীয় সংকলন ?

'ঠাকুর মার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?

”ঠাকুরমার ঝুলি” কার লেখা?

‘ঠাকুরমার ঝুলি’-র লেখক/রচয়িতা কে?

রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন কোনটি?