বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো?

বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? সঠিক উত্তর অনির্ণেয়

যেমন অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃস্টি করে, তাদের উপসর্গ বলে। খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি। তৎসম ( সংস্কৃতা) উপসর্গ বিশটি। বাংলা আরবি, ফারসি, ইংরেজি , হিন্দি - এসব ভাষার বহু শ্বদ দীর্ঘকালধরো বাংলা ভাষঅয় প্রচলিত রয়েছে। এদের সাথে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় বেমালুম মিশে গিয়েছে বেমালুম শব্দটিতে ‘ মালুম’ আরবি শ্বদ আর ‘ বে’ ফারসি উপসর্গ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো?

বাংলা ভাষায় কয়টি উপসর্গ ব্যবহৃত হয় ?

বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি ?