'তাকে আসতে বললাম, তবুও এলো না' - কীসের উদাহরণ?

'তাকে আসতে বললাম, তবুও এলো না' - কীসের উদাহরণ? সঠিক উত্তর যোজক

পদ , বর্গ বা বাক্যেকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। উদাহরণ: এবং ও আর অথবা , তবু, সুতরায় , কারণ তবে ইত্যাতি। যে যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে তাকে বিরোধ যোজক বলে। যেমন : এত পড়লাম, তিন্তু পরীক্ষা ভালো করতে পাললাম না । তাকে আসতে বললাম, তবু এল না।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

“তাকে আসতে বললাম, তবু এলনা।" -এখানে "তবু" কোন ধরনের যোজক ?

‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’- কবি এখানে ঝড় বলতে কী বুঝিয়েছেন?

মুক্তিযুদ্ধের ৯ নাং সেক্টরের এলাকাসমূহ -

‘যদিও তাঁর টাকা আছে, তবুও তিনি দান করেন না।’-এটি কোন বাক্যের উদাহরণ?

‘যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ’ এটি কোন বাক্যের উদাহরণ? ছ

কবি জীবনানন্দ দাশ প্রকৃতির বিভিন্ন উপাদানের মাঝে আবার ফিরে আসতে চান এ বাংলায়। এর মাধ্যমে কীসের বহিঃপ্রকাশ ঘটে?