‘আমার জ্বর জ্বর লাগছে’ এখানে ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-

‘আমার জ্বর জ্বর লাগছে’ এখানে ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে- সঠিক উত্তর দ্বিরুক্ত শব্দ

দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমনঃ ‘আমার জ্বর জ্বর লাগছে'। অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

’আমার জ্বর জ্বর লাগছে’- এখানে ’জ্বর-জ্বর’ কোন শব্দের উদাহরণ?

”আমার জ্বর জ্বর লাগছে” কোন ধরনের শব্দের উদাহরণ?

'আমার পথ দেখাবে আমার সত্য।' এখানে আমার সত্য - বলতে কি বুঝানো হয়েছে?

‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’ – এখানে শব্দদ্বিত্ব দ্বারা কী বোঝানো হয়েছে?

”আমার ভয় ভয় লাগছে” কোন ধরনের শব্দের উদাহরণ?

"আমার ভয় ভয় লাগছে" কোন ধরনের শব্দের উদাহরণ?

The correct translation of ”আমার বমি বমি লাগছে” is-

‘আমার জ্বরজ্বর লাগছে’ কোন শব্দের উদাহরণ?