‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?

‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা? সঠিক উত্তর রোমান্টিক প্রণয়কাব্য

বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সবচেয়ে বড় অবদান কাহিনিকাব্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রবর্তন। প্রাচীন ও মধ্যযুগে হিন্দু বৌদ্ধ রচিত বাংলা সাহিত্যে দেবদেবীরাই প্রধান ছিল, মানুষ ছিল অপ্রধান। মুসলমান রচিত বাংলা সাহিত্যেই প্রথম মানুষ প্রাধান্য পায়। মুসলিম কবিরা হিন্দি বা আরবি - ফারসি ভাষার সাহিত্য উৎস হতে উপকরণ নিয়ে যে প্রেমমূলক কাব্য রচনা করেছিলেন তাই রোমান্টিক প্রণয়োপাখ্যান নামে পরিচিত। এ ধারার প্রথম কবি শাহ মুহাম্মদ সগীর। চতুর্দশ শতকের শেষ ও পঞ্চদশ শতকের শুরুর দিকে শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা' রচনার মধ্য দিয়ে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার সূচনা করেন এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিতি লাভ করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'ইউসুফ জোলেখা ' কী জাতীয় রচনা?

'ইউসুফ জোলেখা' কী জাতীয় রচনা?

ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন কে?

' ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন -----

'ইউসুফ-জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা কে?

”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?

'ইউসুফ- জোলেখা' কাব্যের রচয়িতা -

'ইউসুফ জোলেখা' প্রণয়োপাখ্যানাটির রচয়িতা কে?

‘ইউসুফ জোলেখা’ কী?