বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?

বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? সঠিক উত্তর রাজা পঞ্চম জর্জ

বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। উল্লেখ্য, ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতে লর্ড কার্জন সমগ্র বাংলাকে দুটি প্রদেশে ভাগ করে। একটিতে থাকে পূর্ব বাংলা ও আসাম এবং অন্যটিতে থাকে পশ্চিম বাংলা। বাংলার এ বিভক্তি বঙ্গভঙ্গ নামে পরিচিত।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ হয় কোন কোন সালে?

বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন কে?

বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন--

কে বঙ্গভঙ্গ রদ কে ইংরেজি সরকারের বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেন?

বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

বঙ্গভঙ্গ আইন কতসালে পাস হয়?

বঙ্গভঙ্গ রদ করা হয় -

বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে?