বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1974

বাংলাদেশের স্বাধীনতার পূর্বের পরিসংখ্যান ব্যবস্থা চালু ছিল, কিন্তু সেগুলোর পরিষংখ্যাসের প্রায়ই ভুল - ক্রটি পরিলক্ষিত হত। এর পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সারের আগস্ট মাসে পূর্ববর্তী বৃহত্তর চারটি পরিসংখ্যান সংস্থার (পরিসংখ্যান ব্যুরো, কৃসি পরিসংখ্যান ব্যুরো, কৃষি শুমারি কমিশন এবং আদশমুমারি কমিশন) অবলুপ্তি ঘটিয়ে “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো” প্রতিষ্ঠা করা হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?

বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কী নামে পরিচিত ?

পরিসংখ্যান ব্যুরো কিসের মাধ্যমে GDP ও GNP গণনা করে?

দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয় কোন সালে?