একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে, কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর কোলন

বাংলা ভাষায় বিরাম বা যতি চিহ্ন ১২ টি। একটি অপূর্ণ বাক্যের পরে অপর একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন (:) ব্যবহৃত হয়। যেমন - সভায় সাব্যস্ত হলো: এক মাস পরে নতুন সভাপতি নির্বাচিত হবে। যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; সে মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য? বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য কমা ব্যবহৃত হয়। যেমন - সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?