'বার্ডি' ও বগি' শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ? সঠিক উত্তর গলফ

বার্ডি ও বগি : বার্ডি ও বগি দুটো শব্দটি ব্যবহার করা হয় গলফ খেলায়। পারের চেয়ে এক স্ট্রোক কম খেলাকে বলা হয় বার্ডি। অন্যদিকে পারের চেয়ে এক স্ট্রোক বেশি খেলাকে বলা হয় বগি। ফুটবল যেমন গোলের খেলা, ক্রিকেট যেমন রান ও উইকেটের খেলা গলফেও তেমন জয় - পরাজয় নির্ধারিত হয় কত কম শট খেলে সবগুলো গর্তে বল ফেলতে পারে। গলফ ১৮ গর্তের খেলা। সবকটি গর্ত সম্পন্ন করতে নেওয়া হয় স্ট্রোক। ১৮ গর্তের জন্য সর্বমোট স্ট্রোক সংখ্যা ৭২ অথবা ৭১। এ স্ট্রোকের ভিত্তিতেই বিজয়ী নির্ধারিত হয়। ১৮ গর্তের মধ্যে দশটাই থাকে ৪ শটের গর্ত, চারটা থাকে ৩ শটের গর্ত আর বাকি চারটা থাকে ৫ শটের গর্তের। পারের থেকে এক স্ট্রোক কম খেলার নাম বার্ডি। দুই স্ট্রোক কম খেলাকে ইগল, তিন স্ট্রোক কম খেলাকে ডাবল ইগল ও চার স্ট্রোক কম খেলাকে বলা হয় কনডোর। কনডোর অর্থ শকুন। গলফে এই শব্দটি ব্যবহার করা হয়। এর অর্থ, দৃষ্টি শকুনের মতো। অন্যদিকে পারের থেকে বেশি শট গুলোকে বগি, ডাবল বগি ও ট্রিপল বগি বলা হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'ডেভিস কাপ' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?

. 'বগি' কথাটি ব্যবহার হয় কোন খেলায়?