ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?

ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর ঘেউ ঘেউ

কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রুপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন - ক. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি। ট্যা ট্যা ,হিহি। খ. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ - কুকুরের ধ্বনি । মিউ মিউ - বিড়ালের ডাক, কুহু কুহু - কোকিলের ডাক, কা কা - কাকের ডাক ইত্যাদি। গ. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ - ধান কাটার শব্দ । মড় মড় - গাছ ভাঙার শব্দ , ঝম ঝম - বৃষ্টি পড়ার শব্দ হু,হু - বাতাস প্রবাহের শব্দ ইত্যাদি। ঘ. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : কুট কুট - শরীরে কামড় লাগার মতো অনুভূতি । ঝিকিমিকি - ঔজ্জ্বল্য ,ঠা ঠা - রোদের তীব্রতা । এরুপ : মিন মিন , পিট পিট , ঝি ঝি।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?

কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?

কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?

ধ্বনির ব্যঞ্জনা বোঝাতে দ্বিরুক্তির উদাহরণ কোনটি?

বিকারজাত শব্দযোগে দ্বিরুক্তির উদাহরণ হলো-

কোনটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ?

কোনটি ধ্বন্যাত্মক বিত্বের উদাহরণ?

ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি?

ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে—