কম্পিউটারের হার্ডডিস্কের রুট ড্রাইভ বলা হয় কোন কোনটিকে? সঠিক উত্তর C

কম্পিউটারের হার্ডডিস্কের রুট ড্রাইভ বলা হয় “C” পার্টিশনকে। কম্পিউটারে ‘A’ কিংবা ‘B’ ড্রাইভ থাকে না। কারণ কম্পিউটার যখন প্রথমে বাজারে আসে, তখন তাতে ইন্টারনাল স্টোরেজ ছিল না। তাই স্টোরেজ হিসেবে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতাে যা A ড্রাইভ হিসেবে ব্যবহৃত হতাে। এটি দুই ধরনের মাপের ছিল ৫(১/২) ইঞ্চি এবং ৩(১/২) ইঞ্চি। ফলে কম্পিউটারে যখন উভয় ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতাে তা ‘A’ ও ‘B’ ড্রাইভ ছিল। তাই ১৯৮০ সালের দিকে ইন্টারনাল স্টোরেজ হিসেবে হার্ডডিস্ক ব্যবহৃত হলে সেটি ‘c’ ড্রাইভ নামে ব্যবহৃত হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

ফোরহুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়?

নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়?

নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?

নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় --

কম্পিউটারের সিপিইউ কোনটিকে বলা হয়?

নিচের কোনটিকে কম্পিউটারের মুস্তিঙ্ক বলা হয়?