বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?

বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? সঠিক উত্তর কৃষ্ণকুমারী

কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে। নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য। তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়েপড়ে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান। ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে। নাটকের মদনিকা চরিত্র হল বিলাসবতীর সখী। ধনদাস হল জগৎসিংহের নারী সংগ্রহকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-

বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রজেডি নাটক--

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক-

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক -

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক-