'ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে/হেথা নয়, অন্য কথা, অন্য কথা, অন্য কোনখানে ' কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? সঠিক উত্তর বলাকা

বলাকা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব" - এর প্রথম উল্লেখযোগ্য সৃষ্টিরবীন্দ্রনাথ ছিলেন গতির উপাসক। কবি - মনের এই গতির সুর "বালাকা" কাব্যে সুস্পষ্টসৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির আদর্শও লক্ষণীয়। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল "সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা - জাহান", "বলাকা" ইত্যাদি।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’ কবিতাংশটি কোন কবিতার?

'শূন্য নদীর তীরে রহিনু পড়ি' কবিতাংশটি কোন কবিতার?