'ছেলেটি অঙ্কে কাঁচা' __ এ বাক্যে 'অঙ্ক' কোন কারক?

'ছেলেটি অঙ্কে কাঁচা' __ এ বাক্যে 'অঙ্ক' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ

ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন - ছেলেটি অঙ্কে কাঁচা। এ বাক্যে ‘অঙ্ক’ অধিকরণ কারক।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

ছেলেটি অঙ্কে কাঁচা এ বাক্যে অঙ্ক কোন কারক ?

নেহাল "অঙ্কে" খুব কাঁচা-- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ছেলেটি "অংকে" কাচা -কারক ও বিভক্তি নির্ণয় কর--

Find out the appropriate translation of the sentence: 'সে অঙ্কে কাঁচা'

'ছেলেটি কাজে ভাল' এখানে 'ছেলেটি' কোন পুরচ্ষ?