নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? সঠিক উত্তর করব

'করব' ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে 'করব' ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে 'করছিলাম' , 'করেছি' এই তিনটি ক্রিয়ার মধ্যে 'করছিলাম' ও 'করছি' ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে। অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরম্পরাটি এরুপ : অতীত + অতীত, + বর্তমান + ভবিষ্যৎ । 'করেছি' ঘটমান কাল। ক্রিয়া পূর্বে শেষ হলে এবংতার ফল এখন ও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ নয়-

নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?

কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়?

লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এর যৌগিক বাক্য কোনটি?

"কে জানত আমার ভাগ্যে এমন হবে" - এ বাক্যটি নিচের কোন কালের উদাহরণ?

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও : চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয় ।উদ্দীপকের মূলভাব নিচের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? -

পুরাঘটিত অতীত কালের বৈশিষ্ট্য নয় কোনটি?