মানবদেহে লিঙ্গ (Sex) নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-

মানবদেহে লিঙ্গ (Sex) নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা- সঠিক উত্তর একজোড়া

XY লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণের একপ্রকার ব্যবস্থা যা পাওয়া যায় মানুষে অনেক স্তন্যপায়ী প্রাণীতে, কিছু পতঙ্গ যেমন: (ড্রসোফিলায়), এবং কিছু উদ্ভিদ যেমন (Ginkgo) তে। এই ব্যবস্থায় জীবে এক লিঙ্গ দেখা যায়। একে গণোজোমও বলে। নারীদের একই রকম দুইটা সেক্স ক্রোমোজোম (XX) থাকে, যাকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স। পুরুষে ভিন্ন রকম দুইটা সেক্স ক্রোমোজোম (XY) থাকে, যাকে বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা--

মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কত?

জীবের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে কী বলে?

মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?

মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত?

মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত ?