সন্ধির নিয়মে কোনটি সঠিক ?

সন্ধির নিয়মে কোনটি সঠিক ? সঠিক উত্তর শিরঃ+ছেদ =শিরশ্ছেদ

সন্ধির নিয়মে সঠিক শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনি (চ, ছ) থাকলে বিসর্গের জায়গায় তালব্য শিশ (শ) ধ্বনি, বিসর্গের পরে মূর্ধণ্য অঘোষ ধ্বনি (ট, ঠ) থাকলে বিসর্গের জায়গায় মূর্ধণ্য শিশ (ষ) ধ্বনি, বিসর্গের পরে দন্ত্য অঘোষ ধ্বনি (ত, থ) থাকলে বিসর্গের জায়গায় দন্ত্য শিশ (স) ধ্বনি হয়। অর্থাৎ, ‘ঃ’ - এর পরে ‘চ/ছ’ (তালব্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘শ’ ‘ঃ’ - এর পরে ‘ট/ঠ’ (মূর্ধণ্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘ষ’ ‘ঃ’ - এর পরে ‘ত/থ’ (দন্ত্য) থাকলে ‘ঃ’ - এর জায়গায় ‘স’ হয়। যেমন - ঃ + চ/ছ = শ + চ/ছ নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?

সন্ধির নিয়মে অ-কারে অ-কারে আ-কার হয়েছে কোনটিতে?

কাকলী প্রতিদিন সঠিক নিয়মে ব্যায়াম করে। এতে তার শরীরের-

কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?

নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?

সন্ধির উদ্দেশ্য কোনটি?

কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি?

কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহারণ?