কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?

কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? সঠিক উত্তর ধ্বনিতে ধ্বনিতে মিলকে

সন্ধি ধ্বনির মিলন : সন্ধি নতুন শব্দ তৈরির একটি কৌশল, তবে এখানে সমাসের মতো নতুনভাবে সম্পূর্ণ শব্দ তৈরি হয় না। কেবল দুটো শব্দ মিলিত হওয়ার সময় পাশাপাশি অবস্থিত ধ্বনি দুটি মিলিত হয়। এই দুটি ধ্বনির মিলনের মধ্য দিয়ে দুটি শব্দ মিলিত হয়ে নতুন একটি শব্দ তৈরি করে। অর্থাৎ শব্দ দুটি মিলিত হয় না, ধ্বনি দুটি মিলিত হয়। উল্লেখ্য, একাধিক শব্দের বা পদের মিলন হলে তাকে বলে সমাস।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিতে কী বলা হয়?

বাহুল্য সংজ্ঞাকে ভ্রান্ত সংজ্ঞা বলা হয় কেন?

বাংলা সাহিত্যের যুগ সন্ধির কবি বলা হয় কাকে?

'অলি-গলি' শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞা'য় বলা হয় --

পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় এমন বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি?

কোনটিকে বংশগতির ধারক ও বাহক বলা হয়?

.কোনটিকে বংশগতির ধারক ও বাহক বলা হয়?

কোনটিকে ছড়ার ছন্দ’ বলা হয়?