প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?

প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? সঠিক উত্তর ২টি

প্রাচীন বাংলায় ৩টি রাজ্য ছিল। যথাঃ অঙ্গ, বঙ্গ এবং মগধ। ইন্দো - আর্যদের আসার পর অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয় খ্রীষ্টপূর্ব দশম শতকে। এই রাজ্যগুলি বাংলা এবং বাংলার আশেপাশে স্থাপিত হয়েছিল। অঙ্গ বঙ্গ এবং মগধ রাজ্যের বর্ণনা প্রথম পাওয়া যায় অথর্ববেদে প্রায় ১০০০ খ্রীষ্টপূর্বাব্দে। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতক থেকে বাংলার বেশিরভাগ এলাকাই শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ইন্দো - আর্য রাজ্য।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে ?

প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চলের নিয়ে গঠিত ছিল?

প্রাচীন বাংলার মুসলিম শাসনামলে বাংলায় কোন অর্থব্যবস্থা প্রচলিত ছিল?