’এত শঠতা, এত যে ব্যথা, তবু যেনো তা মধুতে মাখা’ - এখানে মধুতে কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণে ৭মী

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ, সহায়কেই করণ কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। সঠিক উত্তর - করণে ৭ মী।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'এত শঠতা, এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা ।'- কোন কারকে কোন বিভক্তি ?

’তবু যেন তা মধুতে মাখা’ কোন কারক কোন বিভক্তি?

সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

“তাকে আসতে বললাম, তবু এলনা।" -এখানে "তবু" কোন ধরনের যোজক ?

’এ বয়স তবু নতুন কিছু তো করে’-এখানে ’তবু’ হচ্ছে

সর্বাঙ্গে ব্যথা, ওষধ দিব কোথা? “সবাঙ্গে” কোন কারকে কোন বিভক্তি?

“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”- এই চরণ দুইটি কোন কবির রচনা?