' শূন্যপুরাণ' রচনা করেছেন ---

' শূন্যপুরাণ' রচনা করেছেন --- সঠিক উত্তর রামাই পণ্ডিত

'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধধর্মীয় তত্ত্বের গ্রন্থ। বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। এ অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি। তবে রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ', হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া ' এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। শ্রীকর নন্দীর রচনা 'ভারত পাঁচালী'। বিজয় গুপ্ত মনসামঙ্গলের প্রাচীনতম কবি। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম 'চৈতন্য মঙ্গল' যা লোচন দাসের রচনা।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

’শূন্যপুরাণ’ রচনা করেছেন-

'শূন্যপুরাণ' কাব্য কার রচনা?

'শূন্যপুরাণ' এবং 'ডাক ও খনার বচন'- এই গ্রন্থ দু'টির রচয়িতা কে?

'প্রভাবতী সম্ভাষণ' কে রচনা করেছেন ?

' সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?

সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?