নিচের কোন দেশটি G-8 ভূক্ত দেশ নয়?

নিচের কোন দেশটি G-8 ভূক্ত দেশ নয়? সঠিক উত্তর দি নেদারল্যান্ডস

বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর সংগঠন জি - ৬ প্রতিষ্ঠিত ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান ও জার্মানি । ১৯৭৬ সালের ২৭ জুন কানাডা যোগ দিলে এর নামকরণ হয় জি - ৭ । ১৯৯৮ সালের ১৫ মে রাশিয়া সদস্যপদ লাভ করলে এর নাম হয় জি - ৮ ।উল্লেখ্য, ২৪ মার্চ ২০১৪ রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোন দেশটি কমনওয়েলথ ভূক্ত নয়?

কোনটি নাফটা ভূক্ত দেশ নয় ?

ছোলা কোন পরিবারের ভূক্ত?

নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও : চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয় ।উদ্দীপকের মূলভাব নিচের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? -

নিচের কোন দেশটি ডি-৮' এর অন্তর্ভুক্ত নয়।