'যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সেহেতু তুমি প্রথম হবে' এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল

ব্যাখাঃ মিশ্র বা জটিল বাক্যঃ একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খন্ড বাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পরের সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেহেতু, সেহেতু প্রয়োগেও জটিল বাক্য হতে পারে। যেমন - যেহেতু তুমি প্রথম হয়েছ, সেহেতু পুরস্কার তুমিই পাবে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে, এটি একটি-

‘সেই সত্য, যা রচিবে তুমি’ এটি কোন ধরনের বাক্য?

‘তুমি এসাে এবং আমি যাই।'----- এটি কোন ধরনের বাক্য?