রায়হান সাধারণ গণিত ও উচ্চতর গণিতে একত্রে ১৮৫ নম্বর পেয়েছে। সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত? সঠিক উত্তর ৯৫ এবং ৯০

সাধারণ গণিত ও উচ্চতর গণিতে মোট নম্বর = ১৮৫ উচ্চতর গণিতে ৫ নম্বর কম পাওয়ায় = ১৮৫ - ৫ = ১৮০ সাধারণ গণিত ও উচ্চতর গণিতের গড় নম্বর = ১৮০/২ = ৯০ উচ্চতর গণিতে পায় = ৯০ সাধারণ গণিতে পায় = ৯০ + ৫ = ৯৫
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's