রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে?

রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে? সঠিক উত্তর আয়রন

লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ, যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হলো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?

রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটির অভাবে?

কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয়?

কিসের অভাবে দেহে রক্তশূন্যতা দেখা দেয়?

'তার দীর্ঘ দেহ নিয়ে আবার নূরলদীন দেখা দেয় মরা ও আঙিনায়'। নূরলদীন দেখা দেয়-

ভিটামিন ”এ”-এর অভাবে কোন রোগ দেখা দেয়?

'রিকেট্স' কোন ভিটামিনের অভাবে দেখা দেয় ?

কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়?

কোনটির অভাবে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়?