'সন্ধ্যায় সূর্য অন্ত যায়' এটি কোন বর্তমান কালের ?

'সন্ধ্যায় সূর্য অন্ত যায়' এটি কোন বর্তমান কালের ? সঠিক উত্তর নিত্যবৃত্ত বর্তমান

স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন - ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’। (স্বাভাবিকতা)’ ‘আমি রোজ সকালে বেড়াতে যাই ( অভ্যস্ততা)। যে ক্রিযঅ বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন: সে ভাত খায়। আমি বাড়ি যাই। যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝাবার জন্য ঘটমান বর্তমান কাজ ব্যবহৃত হয়। যেমন - নীলা গান গাইছে। হাসান বই পড়ছে। ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’- উদাহরণটি কোন বর্তমান কালের?

‘সূর্য পূর্ব দিকে ওঠে।’- এটি কোন বর্তমান কালের উদাহরণ?

'হাসান বই পড়ছে'- এটি কোন বর্তমান কালের উদাহরণ?

সন্ধ্যায় পশ্চিমাকাশে কোনটি দেখা যায় ?