নিম্নের কোন দেশটিতে ইবোলা নামক রোগটি মহামারী আকারে ছড়ায়নি?

নিম্নের কোন দেশটিতে ইবোলা নামক রোগটি মহামারী আকারে ছড়ায়নি? সঠিক উত্তর নাইজেরিয়া

ইবোলা হল ইবোলা ভাইরাস ঘটিত মনুষ্য রোগ। সাধারণতঃ লক্ষণগুলি ধরা পড়ে ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর, যেগুলি হল জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা, এবং মাথা ধরা। সাধারণতঃ এর পর গা গোলানো, বমি, এবং ডাইরিয়া হয়,সাথে লিভার ও কিডনীর কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। এই জায়গাতে এসে কিছু মানুষের রক্তপাতজনিত সমস্যা শুরু হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

২০১০ সালে কোন দেশটিতে কলেরা মহামারী আকারে দেখা দেয়?

বাংলাদেশে কোন রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে?

বাংলাদেশে এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কেন?

সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়?

প্লেগ মহামারী/ব্ল্যাক ডেথ শুরু হয় কোথায়?

নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?