বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করল। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কত জন যাত্রী নিয়েছিল এবং প্রত্যেককে কত করে ভাড়া দিতে হলো?

বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করল। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কত জন যাত্রী নিয়েছিল এবং প্রত্যেককে কত করে ভাড়া দিতে হলো? সঠিক উত্তর 50 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 48 টাকা

ধরি, ছাত্র - ছাত্রী সংখ্যা = x জন ছাত্র - ছাত্রী গিয়েছিল = (x - 10) জন শর্তমতে, 2400/x - 2400/(x - 10) = 8 or, x = 60 সুতরাং, ছাত্র - ছাত্রী গিয়েছিল = (60 - 10) = 50 জন। মাথাপিছু ভাড়া = 2400/50 = 48 টাকা
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's