কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশ বিস্তৃত?

কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশ বিস্তৃত? সঠিক উত্তর তুরস্ক

তুরস্ক পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে, পর্বতময় আনাতোলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকী অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ - পূর্ব কোনায় অবস্থিত। এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু টিলাপাহাড় নিয়ে গঠিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুল অবস্থিত।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত ?

কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত?

কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত?

কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত?

ইউরোপ মাহদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?

কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করছে?

দুই মহাদেশ বিস্তৃত নগর--