‘দোষ করেছ; অতএব শাস্তি পাবে।’- এটির জটিল বাক্য কী হবে?

‘দোষ করেছ; অতএব শাস্তি পাবে।’- এটির জটিল বাক্য কী হবে? Correct Answer যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।

শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

“দোষ স্বীকার কর, তোমাকে শাস্তি দিব না।” এটি কোন ধরনের বাক্য?

‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।’ -এটির জটিল বাক্য কোনটি?

The most appropriate translation of the following sentence : ‘তুমি যা করেছ তার জন্য যদি দুঃখিত হও এবং এমন আর না করার জন্য যদি চেষ্টা কর তবে মানুষ খুব কমই তোমার সঙ্গে রাগ করবে অথবা শাস্তি দেবে’ will be-

দোষ সমস্তই হৈমর- দোষ বলতে বােঝানাে হয়েছে-

'সমস্ত দোষ হৈমর' এখানে হৈমর দোষ কী?

‘গৃহ বলিলে একটা আরাম বিরামের শাস্তি-নিকেতন বোঝায়’ -এখানে শাস্তি-নিকেতন দ্বারা বোঝানো হয়েছে-

‘সে এখানে এল এবং সব কথা খুলে বলল।’- এটির সরল বাক্য কী হবে?