মানুষের কোন অংশে ম্যলেরিয়া পরজীবি এর সাইজোগনি প্রজনন ঘটে ?

মানুষের কোন অংশে ম্যলেরিয়া পরজীবি এর সাইজোগনি প্রজনন ঘটে ? সঠিক উত্তর যকৃত ও লোহিত রক্তকণিকা

মানুষের যকৃত ও লােহিত কণিকায় ম্যলেরিয়া পরজীবি এর সাইজোগনি প্রজনন ঘটে |পার্থক্যের বিষয়অযৌন চক্র (সাইজোগনি)যৌন চক্র (স্পোরোগনি)১. কোথায় ঘটেমানুষের যকৃত ও লােহিত কণিকায়।মশকীর ক্রপের মধ্যে এবং হিমোসিলে।২. মধ্যবর্তী ধাপসমূহমেরোজয়েট, ট্রফোজয়েট, সাইজন্ট, সিগনেট রিং  ও রোজেট এ চক্রের মধ্যবর্তী ধাপ।এ চক্রে গ্যামিট, জাইগোট, উওকিনেট,  উওসিস্ট ও স্পোরোজয়েট দেখা যায়।৩. সর্বশেষ ধাপগ্যামিটোসাইট।স্পোরোজয়েট।৪. হিমোজয়েনএ চক্রের শেষের দিকে হিমোজয়েন সৃষ্টি হয়।কখনোই হিমোজয়েন সৃষ্টি হয় না।৫. পোষকদেহে প্রতিক্রিয়াকাঁপুনিসহ জ্বর, সে সঙ্গে অন্যান্য উপসর্গ।তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না।৬. চক্রের পুনরাবৃত্তিঘটে।ঘটে না।৭. গ্যামিটসৃষ্টি হয় না।সৃষ্টি হয়।৮. জাইগোটযেহেতু গ্যামিট সৃষ্টি হয় না তাই জাইগোট উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই।পুং ও স্ত্রী গ্যামিটের মিলন ঘটিয়ে জাইগোট সৃষ্টি করে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

হেপাটিক সাইজোগনি ঘটে-

হেপাটিক সাইজোগনি ঘটে কোথায়?

‘হেপটিক সাইজোগনি ঘটে-

হেপাটিক সাইজোগনি কোথায় ঘটে?

বহুনিউক্লিয়সযুক্ত ম্যলেরিয়া পরজীবীকে বলা হয়-(Malarial parasite with multiple nucleus is called-)

মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে O2 ও CO2 এর বিনিময় ঘটে ?

কে প্রমাণ করেন যে, কেবলমাত্র Anopheles গণভূক্ত স্ত্রী মশা ম্যালেরিয়ার পরজীবি বহন করে?

ম্যালেরিয়ার পরজীবি একটি-