একটি নির্বাচনে মোট ভোটারের ২২% ভোট দেয়নি। দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী ২১,২১৬ ভোট পায় এবং বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপেক্ষা ৫০% ভোট বেশি পায়। যদি বিজয়ী প্রার্থী ৬০% ভোট পেয়ে থাকে তাহলে ঐ এলাকার মোট ভোটার কতজন? সঠিক উত্তর ৬৮,০০০

বিজয়ী প্রতিদ্বন্দ্বী ভোট পায় = ২১২১৬ + ২১২১৬×(৫০/১০০) = ৩১৮২৪ টি। সুতরাং মোট ভোটার উপস্থিত ছিল = ৩১৮২৪ + ২১২১৬ = ৫৩০৪০ যেহেতু নির্বাচনে ২২% ভোটার ভোট দেয়নি, তাই বাকি ৭৮% = ৫৩০৪০ জন ∴ ১০০% ভোটার = (৫৩০৪০×১০০)/৭৮ = ৬৮০০০ জন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's