'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে '- কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক

যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন : নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

‘বিপদ এবং দুঃখ একই সময়ে আসে। কোন ধরনের বাক্য?

‘বিপদ এবং দুঃখ একই সময়ে আসে’। কোন ধরনের বাক্য?

‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’- বাক্যটি-

‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’ বাক্যটি-

‘বিপদ এবং দুঃখ একই সাথে আসে।’-এটি কোন বাক্যের উদাহরণ?

দুঃখ এবং বিপদ এক সঙ্গে আসে । এটি একটি-

বিপদ এবং দুঃখ এক সময় আসে ___ এটি কোন বাক্যের উদাহরণ?

‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।’ গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?

দুঃখ এবং বিপদ এক সাথে আসে এটি একটি-