নিম্নের কোনটি পাললিক শিলা ?

নিম্নের কোনটি পাললিক শিলা ? সঠিক উত্তর কয়লা

পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। পাললিক শিলা ভূত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। যেমন - বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম, ডলোমাইট পাললিক শিলার উদাহরণ। রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। উৎস: ভূগোল ও পরিবেশ, ৯ম - ১০ম শ্রেণি; এন.সি.টি.বি আগ্নেয় শিলা (ইংরেজি Igneous Rock) এক প্রকার কঠিন শিলা। আগ্নেয় এবং রূপান্তরিত শিলাগুলি অনুসারে পৃথিবীর ভূূত্বকের ১৬ কিলোমিটারের আয়তনের ৯০ - ৯৫% অংশ তৈরি করে। সৃষ্টির প্রথমে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। যেমন - ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট স্ট্রাপ ইত্যাদি। সূত্র: https://bn.wikipedia.org/wiki/আগ্নেয়_শিলা
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

কোনটি পাললিক শিলা?

কোনটি পাললিক শিলা ?

কোনটি পাললিক শিলা বহির্ভূত?

কোনটি রাসায়নিক পাললিক শিলা?

পাললিক শিলা গঠিত হয়-

কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?

রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ কোনটি?

পাললিক শিলার অপর নাম কি?

পাললিক শিলার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক?