ভারতে মুদ্রা প্রবর্তন করেন-

ভারতে মুদ্রা প্রবর্তন করেন- সঠিক উত্তর শের শাহ

ইলতুতমিশ দিল্লীর সুলতানদের মধ্যে সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন । ভারতবর্ষে রোপো বা তঙ্কা (১৭৫ গ্রাম) ও তাম্র মুদ্রা বা জিতল এই দুটি মুদ্রার প্রচলন করেন। নামে অভিহিত হত। মোহম্মদ বিন তুঘলক ১৩২৫ - ৫১ স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা ও তাম্রমুদ্রা চালু করেছিলেন। শের শাহ শূরী তার পাঁচ বছরের শাসনকালে (১৫৪০ - ১৫৪৫) ১৭৮ রতি ওজনের রুপোর মুদ্রা রুপিয়া নামে প্রচলন করেছিলেন। মোগল তথা মারাঠাদের রাজত্বকালের সঙ্গে ইংরেজশাসিত ভারতে রুপোর মুদ্রা প্রচলিত ছিল। কাগজের ব্যাঙ্কনোটের সর্বপ্রথম প্রচলনকারীর মধ্যে ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান (১৭৭০ - ১৮৩২)
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্থন করেন কে?

ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন -

একটি দানবাক্সে ৫০ পয়সা ও ২৫ পয়সার মোট ১০০টি মুদ্রা পাওয়া গেল। যদি বাক্সে ৪৫ টাকা জমা হয়ে থাকে তাহলে কোন প্রকারের ‍মুদ্রা কতটি?