সৈয়দ মুজতবা আলীর রচনা নয়-

সৈয়দ মুজতবা আলীর রচনা নয়- সঠিক উত্তর পালামৌ

“পালামৌ” সঞ্জীবচন্দ্রের জীবৎ - কালে স্বতন্ত্র পুস্তকাকারে প্রকাশিত হয় নাই। তাঁহার মৃত্যুর পর বঙ্কিমচন্দ্র ‘সঞ্জীবনী সুধা’ নাম দিয়ে সঞ্জীবচন্দ্রের রচনার যে সঙ্কলন প্রকাশ করেন, তাহাতেই “পালামৌ” সর্ব্বপ্রথম পুস্তকাকারে মুদ্রণগৌরব লাভ করে। দুঃখের বিষয়, অনবধানবশতঃ ‘সঞ্জীবনী সুধা’তে অনেক মুদ্রাকর - প্রমাদ ঘটিয়া স্থানে স্থানে অর্থ বোইকল্য ঘটিয়াছে এবং যে - কোন কারণেই হোক ‘বঙ্গদর্শনে’ প্রকাশিত সর্ব্বশেষ অংশ স্থান পায় নাই। বসুমতি - সংস্করণ সঞ্জীব - গ্রন্থাবলিতে ‘সঞ্জীবনী সুধা’র পাঠই অনুসৃত হইয়াছে।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

- গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা।

সৈয়দ মুজতবা আলীর ‘চাচাকাহিনী’ কী ধরনের রচনা?

সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?

কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?

সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?