ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?

ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে? সঠিক উত্তর অ্যাডরেনালিন

প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে ? উত্তর :অ্যাডরেনালিন ব্যাখ্যা : থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় । ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। এবং শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয় কোন হরমনোর প্রভাবে?

ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোনহরমোনের প্রভাবে?

কোন হরমোনের প্রভাবে মাতৃসুলভ আচরণ প্রকাশ পায়?

কোন হরমোনের প্রভাবে গর্ভবতী মায়েদের স্তনে দুগ্ধ সঞ্চার হয়?

ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোন হরমোনের প্রভাবে?

বয়োসন্ধিকালে কোন হরমোনের প্রভাবে যৌন পরিবর্তন শুরু হয়?

'যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?