" যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।" চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৩

"যে কথা একবার জমিয়ে বলে গিয়াছে, তাহার তার ফেনাইয়া ব্যাখা করা চলে না। " - প্রদত্ত বাক্যে ৩ টি ভুল রয়েছে। বাক্যটিতে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে। অর্থাৎ বাক্যটি গুরুচণ্ডালী দোষযুক্ত। যেমিন: সাধু রীতি - চলিত রীতি গিয়াছে - গিয়েছে তাহার - তার ফেনাইয়া - ফেনিয়ে
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's