‘হৈম কে আমি লইয়া যাইব’ কে বলেছিল?

‘হৈম কে আমি লইয়া যাইব’ কে বলেছিল? সঠিক উত্তর হৈমন্তীর স্বামী

আমি আর সহিতে পরিলাম না৷ বাবার কাছে গিয়া বলিলাম, “হৈমকে আমি লইয়া যাইব।” প্রশ্নাল্লেখিত কথাটি অপু বলেছিল। “হৈমন্তী ছোটগল্প” রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প। হৈমন্তী প্রথম প্রকাশিত হয়েছিল মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায়, ১৩২১ বঙ্গাব্দ, ১৯১৪ খ্রিস্টাব্দ। সবুজপত্র সম্পাদনা করতেন প্রমথ চৌধুরী। গ্রন্থাকারে প্রথম প্রকাশ- ‘গল্প সপ্তক’। পরবর্তীতে গল্পগুচ্ছ; তৃতীয় খণ্ড।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

' হৈমকে আমি লইয়া যাইব' কে বলেছিল?

'সমস্তটি লইয়া কী যে মহিমা সে আমি বলিতে পারিনা।' 'হৈমন্তী গল্পে কোনটি সম্বন্ধে এ-কথা?

Choose the correct translation of ”যাইব কিনা, সে-ই হইল কথা”।

'হৈম কিছু না বলিয়া একটু হাসিল।' বাক্যটির নেতিবাচক রুপ -

'হৈম তার অর্থ বুঝিল না' এর অস্তিবাচক কোনটি?

হৈম চমকিয়া কহিল ‘বাবা বলিয়াছেন? কখনো না’ - এ বাক্যে দ্বারা হৈমন্তীর কোন অভিব্যক্তি প্রকাশ পায়?

আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?