অনুসর্গকে কতভাগে ভাগ করা যায় ?

অনুসর্গকে কতভাগে ভাগ করা যায় ? সঠিক উত্তর তিন

অনুসর্গ:যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মত কাজ করে বা কারক সম্বন্ধ নির্ণয় করে সেই সব অব্যয় গুলোকেই বলা হয় অনুসর্গ।অনুসর্গ এর একটি নিজস্ব অর্থ আছে। বিভক্তির মত কারক-সম্বন্ধে নির্দেশ না করলে তাকে অনুসর্গ বলা যাবে না।যেমন – পানে, তরে, মতো, প্রতি, বিনি, বিবদ, পাছে, সাথে, ভিন্ন, জন‍্য, দিয়ে ।উদাহরণ: দড়ি দিয়ে বাঁধ, রামের চেয়ে শ‍্যাম ভালো।অনুসর্গের প্রকারভেদ :অনুসর্গকে মূলত প্রকৃতির বিচারে তিন ভাগে ভাগ করা যায় যথা- বিশেষ্য অনুসর্গ সর্বনাম অনুসর্গ বিশেষণ অনুসর্গবিশেষ‍্য অনুসর্গ :উদাহরণ – বই সহ বিদ‍্যালয়ে এসো , কুল দিয়ে আচার তৈরি করলাম, জসীম ছাড়া কেউ জানে না।সর্বনাম অনুসর্গ :উদাহরণ- আমার চেয়ে সে বুদ্ধিমান, তার কাছে টাকা আছে, ওদের পাশে থেকে সাহায্য করো।বিশেষন অনুসর্গ :উদাহরণ – মন্দের চেয়ে একটু ভালো, খারাপের মধ‍্যে খারাপ, দুঃগ বিনা সুখ লাভ হয় না ।উৎস অনুসারে অনুসর্গের প্রকারভেদ :উৎস অনুসারে অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যায় যথা –  সংস্কৃত অনুসর্গ সংস্কৃত বিবর্তিত অনুসর্গ বিদেশি অনুসর্গ সংস্কৃত অনুসর্গ :যে সমস্ত শব্দ গুলি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃত অনুসর্গ বলে।যেমন- সহিত, কতৃক, অভিমুখে, অপেক্ষা, নিমিত্ত প্রভৃতি।সংস্কৃত বিবর্তিত অনুসর্গ :সংস্কৃত বিবর্তনের মাধ্যমে যেসব অনুসর্গগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃতি বিবর্তন সম্ভব বলে। যেমন-অগ্ৰে >আগগে >আগে ।বিদেশি অনুসর্গ :যে সকল শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাকে বিদেশে অনুসর্গ বলে। যেমন- টাকার বদলে সম্পত্তি দাও, মজুরি বাবদ তোমাকে একশত টাকা দিলাম।বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গের প্রকারভেদ :বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যথা-  বিভক্তিহীন অনুসর্গ  বিভক্তিযুক্ত অনুসর্গউৎপন্নের বিচারে অনুসর্গের প্রকারভেদ :উৎপন্নের বিচারে অনুসর্গকে মূলত দুই ভাগে ভাগ করা হয় যথা-  ক্রিয়াজাত অনুসর্গ নামজাত অনুসর্গঅনুসর্গের বৈশিষ্ট্য :অনুসর্গগুলি মূলত একপ্রকার অব্যয় যার নিজস্ব অর্থ রয়েছে।অনুসর্গগুলি বিশেষ্য ও সর্বনামের পরে বসে অর্থবোধক সম্পর্ক তৈরি করে।অনুসর্গ হলো এক ধরনের ছদ্মবেশী বিভক্তি।পূর্ববর্তী পদের কারক নির্ণয়ে শব্দ বিভক্তির কাজ করে থাকে। 
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়?

অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

গুনের যাত্রা অনুযায়ী মাটিকে মোটামুটিভাবে কতভাগে ভাগ করা যায়?

গুণের মাত্রা অনুযায়ী মাটিকে মোটামুটিভাবে কতভাগে ভাগ করা যায়?

গঠন ভেদে অর্ধ কোষকে কতভাগে ভাগ করা যায় ?

সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ?

ওয়েল্ডিং মেশিন কতভাগে ভাগ করা যায়?

জন্ম পরবর্তী পরিবেশকে কতভাগে ভাগ করা যায়?