অ্যারোসলের মোড়কে কিছু নির্দেশনা, কিছু সাবধানতা ও কিছু পরামর্শ দেয়া আছে। নিচের কোনটি পরামর্শ?

অ্যারোসলের মোড়কে কিছু নির্দেশনা, কিছু সাবধানতা ও কিছু পরামর্শ দেয়া আছে। নিচের কোনটি পরামর্শ? সঠিক উত্তর চোখের সংস্পর্শে এলে 10 থেকে 15 মিনিট ধরে পরিষ্কার পানি দিয়ে চোখ ভালোভাবে ধুয়ে নিন।

# অ্যারোসলের মোড়কে কিছু:নির্দেশনা# অ্যারোসেল স্প্রে করার পূর্বে ঘরের ফ্যান ও সমস্ত দরজা, জানালা বন্ধ করে দিন।# এবার ঘরের মাঝখানে দাড়িয়ে হাত উঁচু করে ছাদের কণার দিকে লক্ষ করে প্রতিবার ৪ থেকে ৫ সেকেন্ড ধরে, চার কোণা চার বার স্প্রে করুন।# সাধারণ ঘরের চেয়ে ঘর বড় হলে আনুপাতিক হারে বেশী সময় ধরে স্প্রে করুন।# এবার ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং ঘরের এবং জানালা ২০ মিনিটি ধরে বন্ধ রাখুন ।সতকর্তা# অ্যারোসেল স্প্রে যেন নাক ও মুখে প্রবেশ না করে। # স্প্রে করার সময় ধূমপান, পানীয় ও খাদ্য গ্রহণ কররেন না।#  খাদ্য, কাপড়চোপড় ও বাসনপত্রের ওপর সরাসরি স্প্রে করবেন না। # স্প্রে করার আগে খাদ্য-দ্রব্য ও ঘরে অ্যাকুরিয়াম থাকলে তা ঢেকে নিন। # এটি চাপপূর্ণ পাত্র, তাই সরাসরি সূর্যালোক থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন ।# এটি দাহ্য পদার্থ, আগুনের শিখা বা তাপদীপ্ত বস্তুর উপর স্প্রে করবেন না খালি অথবা ভর্তি কোনো অবস্থাতেই পত্রটি ছিদ্র করবেন না বা আগুনে পোড়াবেন না । খালি পাত্র কোনো কাজে ব্যবহার করবেন না।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

অ্যারেসেলের মোড়কে কিছু নির্দেশনা, কিছু সাবধানতা ও কিছু পরামর্শ দেয়া আছে । নিচের কোনটি নির্দেশনা?