প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ফ্রান্সের দ্বারা নির্মিত Maginot Line নিম্নলিখিত কোন দেশের সীমানার সাথে সংযুক্ত ছিল না? সঠিক উত্তর সুইজারল্যান্ড

# প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ফ্রান্সের দ্বারা নির্মিত Maginot Line অপশন এর ৪টি দেশের সাথেই সংযুক্ত ছিল। # Maginot Line টি ফ্রান্সের সীমান্ত নির্মাণ করা হয়েছিল যার সাথে সংযুক্ত সীমান্ত ছিল ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি ও লুক্সেমবার্গের সাথে কিন্তু ফ্রান্সের সাথে বেলজিয়ামের মিত্রতা ছিল বলে এটি ইংলিশ চ্যানেল পর্যন্ত বর্ধিত করা হয়নি। # প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির ও ফ্রান্সের মধ্যে সীমানা হিসেবে সিপফ্রেড লাইন অঙ্কন করে জার্মানি। # দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল আগে জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমানা হিসেবে ম্যাপিনট লাইন অঙ্কন করেছিল ফ্রান্স।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

উদ্দীপকে উল্লিখিত প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণের সাদৃশ্য বা বৈসাদৃশ্য কোনটি?

উদ্দীপকে উল্লিখিত প্রথম বিশ্বযুদ্ধের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাদৃশ্য কোনটি?

মুক্তিযুদ্ধের ৯ নাং সেক্টরের এলাকাসমূহ -

দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে—

বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি ?