'লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে'- বক্তব্যটি নিচের কোনটিতে বিধৃত হয়েছে? সঠিক উত্তর ছয় দফা

# বাঙালি জাতির মুক্তির সনদ/ম্যাগনাকার্টা বলা হয়- ৬দফা-কে।# ছয় দফা রচিত- ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে।# ছয় দফার প্রস্তাবক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।# ছয় দফা পেশ করেন- ৫-৬ ফেব্রুয়ারি। # উথাপিত হয়- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহরে । ■ ৬ দফা গুলো হল- • ১ম দফাঃ- শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। • ২য় দফাঃ- কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। • ৩য় দফাঃ- মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা। • ৪র্থ দফাঃ- রাজস্ব কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা। • ৫ম দফাঃ- বৈদেশিক বাণিজ্য। • ৬ষ্ঠ দফাঃ- আঞ্চলিক সেনাবাহিনী গঠন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

আপনার Mobile Set যদি ২০০৫ সালের পরে তৈরি হয়ে থাকে তবে এটাতে Lithium Battery ব্যবহৃত হয়েছে। নিচের কোন বক্তব্যটি সত্যি হলে উপরের বক্তব্যটি সঠিক হবে ?

লাহোর প্রস্তাবের অনুপ্রেরণায় যুক্তফ্রন্ট গঠিত হয়-

ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রবর্তক কে?

লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল-

লাহোর প্রস্তাবের উত্থাপক কে?