“জাতি হলো জাতীয়বোধে উজ্জীবিত ঐ জনসমষ্টি যা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে, হয় স্বাধীন হয়েছে অথবা স্বাধীনতাকামী হয়ে উঠেছে”- উক্তিটি কার? সঠিক উত্তর লর্ড ব্রাইস

# লর্ড ব্রাইস এর মতে “জাতি হচ্ছে রাজনৈতিক ভাবে সংগঠিত এমন এক জন সমাজ যা স্বাধীন হতে সচেষ্ট।”# রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হায়েস এর মতে- 'জাতীয়তা ও দেশপ্রেম এ দুটি প্রাচীন ভবের আধুনিক এক আবেগময় অনুভূতিপ্রবণ সংমিশ্রণ ও অভিরঞ্জন।# জন স্টুয়ার্ট মিল এর মতে, যেখানেই জাতীয়তার ভাব বেশ প্রবল আকার ধারণ করেছে, সেখানেই এক সম্প্রদায়ের সকল লোককে এক শাসনে ঐক্যবদ্ধ করা এবং তাদের জন্য এক স্বতন্ত্র সরকারের ব্যবস্থা করার যুক্তি রয়েছে”।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

'জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী'- উক্তিটি কার?

জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী উত্তিটি কার?

রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কী বলে?

রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজকে কী বলে?

হয় আকাশে আজ মেঘ আছে অথবা আকাশে রোদ উঠেছে। আকাশে আজ মেঘ নেই । অতএব আকাশে রোধ উঠেছে- এই ন্যায় অনুমানটির নাম কী?